Entertainment

2 years ago

Sudipta Banerjee: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সুদীপ্তা! তৃণমূল নেতা সৌম্যর সঙ্গে সাতপাক ঘুরলেন তিনি

Wedding picture of bengali actress Sudipta Banerjee
Wedding picture of bengali actress Sudipta Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল দেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই নানান জনপ্রিয় বাংলা সিরিয়ালে কখনও খলনায়িকা ও কখনও লিড চরিত্রে দর্শকদের ধরা দিয়েছেন তিনি। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলি অভিনেত্রী। তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে গত রাতেই সাত পাক ঘোরেন অভিনেত্রী। বেশ কয়েকদিন ধরেই প্রাক বিবাহ অনুষ্ঠান চলছিল, অবশেষে ১ মে পছন্দের পাত্রের গলায় বরমালা পরালেন তিনি। ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্টে বসেছিল বিবাহবাসর। ফিটন গাড়ি চেপে বিবাহ বাসরে উপস্থিত হন সৌম্য। লাল বেনারসিতে সুদীপ্তার লুক ছিল দেখার মতন। সাথে আরও কয়েকটি বিষয় যা নজর কেড়েছে সবার।

লাল বেনারসিতে অপরুপা অভিনেত্রীঃ 
বেশিরভাগ বাঙালি কনেই বিয়ের সন্ধ্যায় লাল বেনারসিতে সাজতে পছন্দ করেন। সুদীপ্তার বিয়ের সাজটিও তাঁদের থেকে আলাদা ছিল না। কিন্তু অভিনেত্রী যে লাল রঙের বেনারসিটি বেছে নিয়েছিলেন, তার কারুকার্য এবং এমবেলিশমেন্ট ছিল একদম অন্যরকম।

ডিজাইনার ব্লাউজ এবং ভেলঃ 

সম্পূর্ণ লাল মনোটোনে ধরা দিয়েছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিয়ের সাজে সাবেকি ছোঁয়াও ছিল। একটি ফুল স্লিভ ব্লাউজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর এই ব্লাউজটি বিশেষ ভাবে ডিজাইন করেছিলেন ভাবাশিস গঙ্গোপাধ্যায়। এই ব্লাউজে ডিপ নেকলাইন দেওয়া হয়েছিল। নেকলাইন বরাবর সুন্দর কাজ করা হয়েছিল। স্লিভেও ছিল অসাধারণ ডিটেলিং।

সুদীপ্তার ভেলটি ছিল একদম অন্যরকম। ভাবাশিস বিশেষ ভাবে এই ব্লাউজটি ডিজাইন করেছিলেন। পাতলা নেটের উপর দুর্দান্ত কাজ করা হয়েছিল।

সাবেকি গয়নায় ধরা দিলেন তিনিঃ 

লাল বেনারসির সঙ্গে সুন্দর গয়নাও পরেছিলেন অভিনেত্রী। সোনার গয়নায় সেজে তিনি হয়ে উঠেছিলেন অপরূপা।তাঁর মাথাপট্টিতে ছিল সাবেকি বাঙালি গয়নার ছোঁয়া। গলা ভর্তি নেকলেসের সঙ্গে একটি মুক্তোর রানি হার পরেছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোনার শাঁখা বাঁধানো-পলা বাঁধানোর সঙ্গেই অভিনেত্রী পরেছিলেন বালাও। সুদীপ্তার নাকের নথ সবার নজর কেড়েছিল। শোলার মুকুটে সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি।

৪ মে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং সৌম্য বক্সীর বউভাতের অনুষ্ঠান সম্পন্ন হবে। নিকো পার্কে বসবে আসর। প্রায় আড়াই হাজার অতিথি নিমন্ত্রিত থাকবেন সেদিন। প্যাস্টেল শেডের লহেঙ্গায় সাজতে পারেন অভিনেত্রী।



You might also like!