Game

4 hours ago

IND vs ENG 2025: জয়সওয়াল দ্রুততম ২০০০ টেস্ট রান করা ভারতীয় ক্রিকেটার হয়ে উঠলেন

Yashasvi Jaiswal,IND vs ENG 2025
Yashasvi Jaiswal,IND vs ENG 2025

 

কলকাতা, ৫ জুলাই  : শুক্রবার বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়াল দ্রুততম ২০০০ টেস্ট রান করা ভারতীয় ক্রিকেটার হয়ে উঠলেন। জয়সওয়াল ৪০ ইনিংসে তাঁর মাইলফলক পূর্ণ করেন, তালিকায় বীরেন্দ্র শেবাগ এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে যোগ দিয়েছেন। ২৩ বছর বয়সে, জয়সওয়াল এখন পর্যন্ত ৫ টি টেস্ট সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি এবং অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে সেঞ্চুরি রয়েছে।

ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০০ টেস্ট রান:

**যশস্বী জয়সওয়াল - ৪০ ইনিংস

**বীরেন্দ্র শেবাগ - ৪০ ইনিংস

** রাহুল দ্রাবিড় - ৪০ ইনিংস

**গৌতম গম্ভীর - ৪৩ ইনিংস

**বিজয় হাজারে - ৪৩ ইনিংস


You might also like!