Entertainment

10 months ago

Ritabhari Chakraborty: ছিমছাম সাজ, চোখে মোটা কাজল আর টিপ! ভালবাসার সপ্তাহে ঋতাভরীর ছবি তুলে দিলেন কে?

Ritabhari Chakraborty
Ritabhari Chakraborty

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে। ভালবাসার সপ্তাহর হাত ধরেই বঙ্গে এন্ট্রি নিচ্ছে বসন্ত। চারিদিকেই প্রেম প্রেম হাওয়া। তারকা থেকে শুরু করে যুবক-যুবতীরা সকলেই গা ভাসিয়েছেন ভালবাসার স্রোতে। বাদ গেলেন না ঋতাভরীও।

মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়কে তাঁর মন দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ঋতাভরী। তবে গতবছরের শেষে কানাঘুষো রটেছিল , তাঁদের নাকি বিচ্ছেদ ও হয়ে গিয়েছে। সে খবর যদিও উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবু দীর্ঘদিন তাঁদের একসঙ্গে কোনও ছবি দেখা যায়নি।

এবার প্রেমের সপ্তাহে মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। শুধু তাই নয় মেয়ের কয়েকটি সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছেন তিনি।

You might also like!