Entertainment

3 months ago

Himesh Reshammiya Father Died : প্রয়াত সঙ্গীত পরিচালক ভিপিন রেশামিয়া, পিতৃহারা হলেন হিমেশ

Himesh Reshammiya Father (symbolic picture)
Himesh Reshammiya Father (symbolic picture)

 

মুম্বই, ১৯ সেপ্টেম্বর : হিমেশ রেশামিয়ার পরিবারে শোকের ছায়া। পিতৃহারা হয়েছেন গায়ক-সঙ্গীত পরিচালক হিমেশ। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হিমেশের পিতা তথা জনপ্রিয় সঙ্গীত পরিচালক ভিপিন রেশামিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণ ও শ্বাসকষ্টের জেরে মুম্বইয়ের হাসপাতালে দীর্ঘদিন ধরেই ভর্তি ছিলেন তিনি।

হিমেশের পিতা তথা জনপ্রিয় সঙ্গীত পরিচালক ভিপিন রেশামিয়ার প্রয়াণে শোকের আবহ দেশের সংগীত জগতে। শোকপ্রকাশ করেছেন কুমার সানু-সহ অনেকেই। কুমার সানু শোকবার্তায় লিখেছেন, ভিপিন রেশামিয়াজির জীবনাবসানের খবর শুনে মর্মাহত। আপনার কথা খুব মনে পড়বে। ওম শান্তি।

You might also like!