দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডে প্রায় তিন দশক ধরে দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ধারাবাহিক থেকে শুরু করে ওয়েব, থিয়েটার সব পর্দাতেই তিনি তুখোড়। এবার দেবলীনার ফুলেল সাজ বেজায় আলোচিত সোশ্যাল মিডিয়ায়।
দেবলীনার সাজ ছিল সম্পূর্ণ শুভ্র। তাঁর সাদা গাউনে গোছা গোছা গোলাপের নকশা। অফশোল্ডার গাউনে, মোতির কাজ। চোখে সিলভার শ্যাডো, ফিল্মফেয়ারের মঞ্চে একেবারে হটকে সাজে ধরা দিলেন দেবলীনা।
তবে নেটিজেনদের একাংশের অভিনেত্রীর সাজ খুব একটা মনে ধরেনি। কেউ কেউ ‘মেট গালা’ বলে টিপ্পনি কেটেছেন। কেউ বা বলেছেন শাড়িতেই দেবলীনাকে বেশি ভাললাগে।