Entertainment

1 year ago

Durnibar-Mohor: সন্তান আসার আগে বিজয়াতে প্রতিমা বরণে রত দুর্নিবার ও হবু মা মোহর

Durnibar Saha & Mohor
Durnibar Saha & Mohor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহ খানেক আগে প্রেগন্যান্সির খবর দিয়েছেন দুর্নিবার সাহার দ্বিতীয় স্ত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। চলতি বছরে বিয়ের পিড়িতে বসেছিলেন  দুর্নিবার ও মোহর। মাস আটেকের মধ্যেই আসে সুখবর। মোহরের প্রেগন্যান্সির খবর আগেই মিলেছিল, প্রসেনজিতের বার্থ ডে পার্টিতে। বুম্বাদা বারবার নিজের জনসংযোগের দায়িত্বে থাকা ‘কন্যা-সম’ মেয়েটিকে বলছিলেন সাবধানে চলাফেরা করতে। বৃষ্টিভেজা ছাদে যেন পা পিছলে না যায়। বিষয়টা সেইসময় নজরে এড়ায়নি অনেকেরই। 

You might also like!