Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (রবিবার, মার্চ ১৯ ,২০২৩ )

101
101

 

১/ আরও বহু দুর্নীতিতে আছে শান্তনু-যোগ 

রাতভর তল্লাশি অভিযানে একের পর এক ‘বিস্ফোরক’ নথি মিলছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার অয়ন শীলের অফিস থেকে। অয়নের সল্টলেকের অফিস থেকে মিলেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি! অয়নের অফিসে থাকা কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক পরীক্ষা করে দেখা গিয়েছে, রাজ্যের একাধিক পুরসভার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি রয়েছে কম্পিউটারে। কিছু ফোল্ডারে রয়েছে চাকরিপ্রার্থী এবং প্রাপকদের নামও। এছাড়াও পাওয়া গিয়েছে নিয়োগ সংক্রান্ত হাতে লেখা কিছু ‘নোট’ও। 

২/ ভারতসেরাদের অভিনন্দন জানাতে সোমবার মোহনবাগান তাঁবুতে মুখ্যমন্ত্রী 

তিন বছর পর বাংলায় এল আইএসএল ট্রফি। শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো দি কলকাতা। এ বার এটিকে মোহনবাগান। সেই অর্থে এই প্রথম বড় ক্লাবের তাঁবুতে ঢুকল দেশের এক নম্বর লিগের ট্রফি। সবুজ-মেরুন জনতার আনন্দের বাঁধ ভেঙেছে শনিবার রাত থেকেই। খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।রবিবার ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছেন প্রীতম কোটালরা। সোমবার মোহনবাগান তাঁবুতে যাবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টার সময় সবুজ-মেরুন তাঁবুতে যাবেন তিনি। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কর্তা, কোচ, ফুটবলারদের অভিনন্দন জানাতে যাবেন মুখ্যমন্ত্রী।  

৩/ রাহুলের বাড়িতে পুলিশ 

রবিবার সকালে রাহুল গান্ধীর দিল্লির বাড়িতে পৌঁছে গেল পুলিশ। ‘ভারত জোড়ো যাত্রা’-য় ‘যৌন হেনস্থা’-র শিকার যে মহিলাদের কথা তিনি বলেছিলেন, সেই নিয়েই তথ্য সংগ্রহ করতে রাহুলের বাড়িতে দিল্লি পুলিশ। নেতৃত্বে রয়েছেন বিশেষ কমিশনার (আইন এবং শৃঙ্খলা) সাগরপ্রীত হুডা।শ্রীনগরে পৌঁছে ‘ভারত জোড়ো যাত্রা’-র শেষে রাহুল বলেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছে। শুক্রবার দিল্লি পুলিশ সেই নিয়ে রাহুল গান্ধীকে নোটিস পাঠায়। কোন মহিলা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তা জানতে চেয়ে রাহুলকে প্রশ্নাবলি পাঠানো হয়। 

৪/ বাড়িতেই রহস্যমৃত্যু ডিজে অক্ষয়কুমারের 

নিজের বাড়িতেই রহস্যজনক ভাবে খুঁজে পাওয়া গেল এক ডান্স জকির বা ডিজের মৃতদেহ। শনিবার রাতে ভুবনেশ্বরে ঘটেছে এই ঘটনা। ওই ডিজের নাম অক্ষয়কুমার। তবে অনুরাগীদের কাছে তিনি ‘ডিজে অ্যাজেক্স’ নামেই পরিচিত। ডিজে দুনিয়ায় ইতিমধ্যেই গোটা দেশে নাম করেছিলেন অ্যাজেক্স। শনিবার বাড়িতে নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ।যদিও ঘটনাটি আত্মহত্যা বলে মানতে রাজি নন ডিজের পরিবার। তাঁদের অভিযোগ অ্যাজেক্সকে খুন করা হয়েছে। তাঁরা অভিযোগ দায়ের করেছেন অ্যাজেক্সের প্রেমিকা এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে। 

৫/ নামাঙ্কিত পাঁচ মেট্রো স্টেশনে ‘উপেক্ষিত’ মনীষীরা 

নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ প্রান্তিক স্টেশনে তৈরি হওয়া নতুন টার্মিনালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের ছাপ বলতে প্রবেশপথের মুখে আঁকা তাঁর একটি ছবি। পাশে কবির লেখা থেকে উদ্ধৃতি। নিউ গড়িয়া-রুবি মেট্রোপথে জ্যোতিরিন্দ্র নন্দী, সুকান্তভট্টাচার্যের নামাঙ্কিত স্টেশনগুলিতেও তাঁদের ছবিটুকু ছাড়া আর কোথাও কিছু নেই। তাই নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর রুবি পর্যন্ত অংশের পাঁচটি স্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট মনীষীদের সংযোগ আদৌ কতটা রয়েছে, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।   

৬/ বাস স্টপে এবার ‘ব্রেস্ট ফিডিং রুম’ 

রাস্তাঘাটে সদ্যোজাতকে দুধ খাওয়াতে আর আড়াল খুঁজতে হবে না মা-কে।  বাসস্ট‌্যান্ডের গায়ে শৌচাগার। সঙ্গে ‘ব্রেস্ট ফিডিং রুম’ নিয়ে আসছে কলকাতা পুরসভার নতুন পাইলট প্রোজেক্ট। বেহালা পর্ণশ্রীতে প্রথম দেখা যাবে এমন বাস স্ট‌্যান্ড যাতে থাকবে ‘ব্রেস্ট ফিডিং রুম’।মেয়র ফিরহাদ হাকিম জানান এই প্রজেক্ট সফল হলে সারা কলকাতা জুড়েই হবে এমন বাস স্ট‌্যান্ড। দেখতে কেমন হবে তার স্কেচ করতে দেওয়া হয়েছে। 

৭/ পর্নতারকার মুখ বন্ধ করতে ঘুষ দেন ট্রাম্প! চলছে তদন্ত

গ্রেফতারির আশঙ্কা করছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সমাজমাধ্যমে খানিক আগ বাড়িয়েই ট্রাম্প জানিয়েছেন যে, মঙ্গলবারই তিনি গ্রেফতার হতে পারেন। এক পর্নতারকাকে মোটা টাকা ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে তদন্ত করছে ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্ট। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, স্টরমি ড্যানিয়েল নামের ওই পর্নতারকা যাতে ট্রাম্পের বিরুদ্ধে মুখ না খোলেন, তার জন্য আইনজীবী মারফত ১ লক্ষ ৩০ হাজার ডলার পাঠানো হয়েছিল। ট্রাম্পই ওই টাকা পাঠিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

৮/ দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেই হঠাৎ মোহনবাগান ছাড়লেন প্রীতম কোটাল 

সদ্য দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন। রবিবার দুপুরে ফিরেছেন শহরে। কিন্তু মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটালের বিশ্রাম নেওয়া হচ্ছে না। মোহনবাগান ছেড়ে তাঁকে যোগ দিতে হচ্ছে ভারতীয় শিবিরে। কোচ ইগর স্তিমাচ হঠাৎ করেই জাতীয় দলে ডেকে নিয়েছেন তাঁকে। তাই আচমকাই ডাক পেয়ে ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন প্রীতম।কিছু দিন পরেই ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় মায়ানমার এবং কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। সেই দলে রাখা হয়েছে প্রীতমকে। ডাক পেয়েছেন নাওরেম মহেশও। আইএসএল ফাইনালে চোট পেয়েছেন শিবশক্তি নারায়ণন এবং গ্লেন মার্টিন্স। তাঁদের জায়গাতেই ডাক পেয়েছেন প্রীতম এবং নাওরেম। 

৯/ হেরে গেলেন রোহিত শর্মারা 

বিশাখাপত্তনমে রবিবার ৫টা থেকে বৃষ্টি আসার কথা ছিল। ম্যাচে ওভার কমে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সে সব ম্যাচ শুরুর আগের কথা। খেলাটাই শেষ হয়ে গেল ৫.৩০ মিনিটে।প্রথমে ব্যাট করে ১১৭ রানে শেষ হয়ে যায় বিরাট কোহলিদের ইনিংস। সেই রান তুলতে নেমে টি-টোয়েন্টির মেজাজে খেললেন অজিরা। অস্ট্রেলিয়া ১১ ওভারে ১২১ রান তুলে নিল কোনও উইকেট না হারিয়ে।পুরো ম্যাচটাই ৩৭ ওভারে শেষ করে দিল অস্ট্রেলিয়া। 

১০/ জোটেনি ফ্রি এন্ট্রি, অস্কার অনুষ্ঠানে সিট পেতে কত টাকার টিকিট কিনেছেন রাজামৌলিরা

অস্কারের মঞ্চে সেরা মৌলিক গান হিসেবে ‘নাটু নাটু’র নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন রাজামৌলি, জুনিয়র এনটিআর, রামচরণরা। মঞ্চে উঠে পুরস্কার নেন সুরকার এম এম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। গোটা ডলবি থিয়েটার হাততালিতে ভরে গিয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে, কিরাবাণী, চন্দ্র বোস যেহেতু মনোনীত ছিলেন তাই তাঁরা ফ্রি পাস পেয়েছিলেন। কিন্তু ডলবি ডিজিটাল থিয়েটারে সিট পেতে ‘RRR’ ছবির পরিচালক রাজামৌলি, দুই নায়ক জুনিয়র এনটিআর ও রামচরণ এবং তাঁদের সঙ্গীদের মোটা টাকা দিতে হয়েছে।সূত্রের খবর, অস্কার অনুষ্ঠানের একেকটি টিকিটের দাম ২৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। অর্থাৎ সূত্রের এই খবর যদি সত্যি হয় তাহলে অস্কারের মঞ্চের সামনে একটি সিট পেতে রাজমৌলিদের বেশ ভাল টাকাই খরচ করতে হয়েছে।


You might also like!