মোমিনপুর-কাণ্ডে হুলিয়া জারি করল NIA
মোমিনপুর কাণ্ডে সাতজন অভিযুক্তের নামে হুলিয়া জারি করল এনআইএ আদালত। এই সাতজন অন্যতম ষড়যন্ত্রকারী বলে দাবি এনআইএ আধিকারিকদের। এবার অভিযুক্তদের খোঁজ পেতে মরিয়া গোয়েন্দারা। এনআইএ সূত্রে খবর, ধৃতদের নাম এম ডি সালাউদ্দি সিদ্দিকি, এম ডি ইদুল সিদ্দিকি, ওহাব হোসেন ভিকি, জাকির হোসেন, এম ডি ফাইয়াজ, সানি, রাজু আহমেদ। এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এনআইএ আদালত। তারা পলাতক বলেও ঘোষণা করা হয়। কিন্তু এরপরও আত্মসমর্পণ করেনি তারা। যে বা যারা এই পলাতকদের খোঁজ দিতে পারবে তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেবেন গোয়েন্দারা।
পার্থকে প্রায় ১২ কোটি টাকা তুলে পাঠিয়েছিলেন কুন্তল
তদন্ত যতই এগোচ্ছে, নিয়োগ দুর্নীতিতে ততই লাফিয়ে বাড়ছে টাকার অঙ্ক। কুন্তল ঘোষ যে কোটি কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, সে তথ্য় আগেই সামনে এনেছেন গোয়েন্দারা। এবার আর স্পষ্ট হল, কার মাধ্যমে ঠিক কত টাকা গিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মামলায় চার্জশিটে সামনে এল শুধুমাত্র টেট পরীক্ষা থেকেই কত কোটি টাকা তোলা হয়েছিল। গত ৩ এপ্রিল যে চার্জশিট প্রকাশ হয়েছে, তাতে ইডি-র দাবি, কয়েকজন মিডলম্যানের মাধ্য়মে প্রায় ১১ কোটি টাকা গিয়েছিল পার্থর কাছে। অন্তত ৫০ জন এজেন্টের মাধ্যমে কুন্তল সেই টাকা তুলতেন বলেও দাবি করা হয়েছে চার্জশিটে।
আগাম জামিন মঞ্জুর
শীতলকুচি কাণ্ডে ছ’জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। শীতলকুচিতে নির্বাচনের সময় গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হয় ছ’জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দারস্থ হন তাঁরা। আজ তাঁদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত। সেদিনের গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ-এর হাত থাকার প্রমাণ না মেলায় আগান জামিন মঞ্জুর করা হয়। বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের সময়ে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথ। সেই বুথে সিআইএসএফের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ৬ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে সমন জারি করে কোচবিহার আদালত।
তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি
আগামী পাঁচ দিন কলকাতায় কোনও কালবৈশাখীর পূর্বাভাস নেই। আগেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বৃহস্পতিবার থেকেই তাপবৃপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। অন্তত ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা। অর্থাৎ দহন জ্বালায় ভুগবেন বাঙালি। সতর্কতা জারি করা হয়েছে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার এই তিন জেলা ছাড়াও, তাপপ্রবাহের কবলে পড়তে পারে হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের আশঙ্কা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার দিন টানা কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
প্রশংসাতেই ‘বন্ধু’ গেহলটকে খোঁচা প্রধানমন্ত্রীর
আজমের-দিল্লি ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ, অতীতে ভারতীয় রেলের আধুনিকিকরণে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে স্বার্থান্বেষী এবং ক্ষুদ্র রাজনীতি। প্রধানমন্ত্রী দাবি করেন, স্বাধীনতার পর রেলের আধুনিকিকরণ পরিচালিত হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। তিনি জানান, ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। পূর্ববর্তী কংগ্রেস ও অন্যান্য সরকারের সমালোচনা করলেও, রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলটের প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। কংগ্রেস নেতাকে তিনি ‘বন্ধু’ বলে উল্লেখ করেন। তবে, একই সঙ্গে রাজস্থানে কংগ্রেসের অন্দরে যে ফাটলের সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই নিয়ে খোঁচা মারতেও ছাড়েননি তিনি।
সম্বিত হাঁটলেন জ্বলন্ত কয়লার উপর
জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে দেখা গেল বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে। প্রায় ১০ মিটার জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটেছেন তিনি। ঝামু যাত্রা উৎসবের রীতি পালন করতে এদিন এই কাজ করেছেন এই বিজেপি নেতা। ওড়িশার পুরী জেলায় ঝামু যাত্রায় যোগ দিয়ে কয়লার উপর দিয়ে হাঁটলেন সম্বিত। কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়ার ভিডিয়ো নিজের টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, “পুরী জেলার সমাঙ্গ পঞ্চায়েতের রেবতী রমণ গ্রামে পুজোয় অংশ নিয়েছিলাম। আগুনের উপর দিয়ে হেঁটে মায়ের আশীর্বাদ চাইলাম। গ্রামবাসীদের সমৃদ্ধি কামনা করলাম।” সেই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী দুলনের আরাধনা করেছেন বিজেপি নেতা।
১০০ নিরস্ত্রের হত্যায় অভিযুক্ত মায়ানমার সেনা
এক অনুষ্ঠান উপলক্ষে গ্রামের হলে সমবেত হয়েছিলেন গ্রামবাসীরা। নাচ-গান পরিবেশন করছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা। সেই গ্রামীন হল লক্ষ্য করেই আকাশপথে হামলা চালাল সেনা। এমনকি, প্রাণ ভয়ে ওই হল থেকে যখন বেরিয়ে আসছেন নিরস্ত্র সাধারণ মানুষ, তখনও তাদের উপর হামলা চালিয়ে গিয়েছে সেনা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে এই ঘটনায় বেশ কিছু শিশুসহ অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। নক্কারজনক ঘটনাটি ঘটেছে সেনা শাসনের থাকা মায়ানমারের সাগাইং অঞ্চলে, চলতি সপ্তাহের কোনও একদিন। বুধবার (১২ এপ্রিল) এই ভয়ঙ্কর হামলার খবর প্রকাশ্যে এসেছে। মায়ানমার সেনার পক্ষ থেকেও এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
হতবাক শোয়েব আখতারও
বিশ্বের সাড়া জাগানো ফাস্ট বোলারদের মধ্যে একজন হলেন পাকিস্তানের শোয়েব আখতার। ১৬১.৩ কিমি প্রতি ঘণ্টায় শোয়েবের বিশ্ব রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ। বিশ্বের পেস বোলিং কিংবদন্তিকেই চমকে দিলেন এক ১০০ বছরের বৃদ্ধ। ওই বৃদ্ধের বোলিং অ্যাকশন দেখলে শোয়েবের কথা মনে পড়ে যাবে নিশ্চিতভাবে। ইন্টারনেটের দৌলতে ভিডিয়ো ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কাছে। একজন ১০০ বছরের বৃদ্ধ তাঁরই কায়দায় ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করছেন, এটা দেখেই হতবাক হয়ে গিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। ওই বৃদ্ধের সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি। কোথায় পাওয়া যাবে তাঁকে? খোঁজ খোঁজ পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
বড় সিদ্ধান্ত দুই নামী কুস্তিগিরের
যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। ওই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ছয় সদস্যের একটি কমিটিও তৈরি হয়েছে। ওই কমিটি এখনও রিপোর্ট জমা করেনি। তাতে যে বিদ্রোহের আগুন নিভেছে, তা বলা যাচ্ছে না। বরং, পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দুই নামী কুস্তিগিরের বড় সিদ্ধান্ত। এতে যে স্পোর্টস অথারিটি অফ ইন্ডিয়া এবং সর্বভারতীয় কুস্তি ফেডারেশন যে বেশ চাপে পড়ে গিয়েছে, সন্দেহ নেই। রেসলারদের একাংশ এখনও ক্ষুব্ধ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সব জেনেও কেন চুপ, তা নিয়েও উঠছে প্রশ্ন।
বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত
বর্তমানে দক্ষিণী ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছে অভিনেতা সঞ্জয় দত্ত। বেশ কয়েকটি ছবির কাজ করছেন একসঙ্গেই। তারই মাঝে ঘটল বিপত্তি। শুটিং সেটেই গুরুতর আহত হলেন অভিনেতা। এদিন শিডিউল শুটের জন্য ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অভিনেতা। কন্নড় ছবি ‘কেডি’-র সেটে ঘটে এই দুর্ঘটনা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে বোমা ফাটার ফলেই আহত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। দক্ষিণী সূত্রে খবর অভিনেতা হাতে, কনুইয়ে ও মুখে চোট পেয়েছেন। দুর্ঘটনার পরই দ্রুত বন্ধ করা হয় ছবির কাজ।