এবার গঙ্গার নীচ দিয়ে পূর্ণ গতিতে ছুটল মেট্রো!
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পূর্ণাঙ্গ গতিতে দৌড়ল মেট্রো। গঙ্গার নীচে ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগল ৪৬ সেকেন্ড। এদিন প্রথম হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পূর্ণাঙ্গ ট্রায়াল হল। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশনে দৌড়ল মেট্রো। এই গোটা পথের দূরত্ব হল ৪.৮ কিমি। এদিন গতি, বাঁক, এমারজেন্সি ব্রেক পরীক্ষা করা হয়েছে৷ গত বুধবারই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছয় মেট্রোর দু’টি রেক। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এখনই নতুন পথে পরীক্ষামূলক ভাবে ছুটবে না মেট্রো।
বদলে যাবে দক্ষিণের হাওয়
অবশেষে তপপ্রবাহে হাত থেকে রেহাইয়ের সম্ভাবনা। অন্তত তেমনই পূর্বাভাস হাওয়া অফিসের। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনা বাংলায়। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাতেও। শুক্রবার থেকেই কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হবে না।
শহর জুড়ে পড়ল হোর্ডিং
একদিকে আচার্য বিলের ক্ষেত্রে অর্ডিন্যান্স আনার কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে আচার্য করতে সই সংগ্রহের কাজ শুরু করল তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’ । বুধবার থেকেই শহরের রাস্তায় রাস্তায় লাগানো হয়েছে হোর্ডিং, যেখানে মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি জানানো হয়েছে। এই ইস্যুতেই রাজ্যপালের সঙ্গেও সংঘাত ক্রমশ বাড়ছে রাজ্যের। জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন আচার্য বিল পাশ হয় বিধানসভায়। কিন্তু, সেই বিলে সই করেননি রাজ্যপাল। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পরও সেই আচার্য বিলে সই হয়নি। তাই এবার অর্ডিন্যান্স আনতে চাইছে তৃণমূল।
মোবাইল পাঠানো হল ফরেনসিক ল্যাবে
বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে দু খানা মোবাইল তুলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল সিবিআই আধিকারিকদের। পাম্প দিয়ে পুকুরের জল বের করেও মোবাইলের দেখা মেলেনি। অনেক তল্লাশির পর মেলে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল। এবার সেগুলি খতিয়ে দেখার পালা। জীবনকৃষ্ণ সাহার মোবাইলে কী এমন ছিল যে তদন্তকারীরা পৌঁছতেই মোবাইল ছুড়ে ফেলে দিতে হয়েছিল? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। এবার সেই দুই মোবাইল পাঠানো হল ফরেনসিক পরীক্ষার জন্য। ওই মোবাইল থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।
‘মোদি’ মামলায় সুরাত দায়েরা আদালতে আর্জি খারিজ
আদালতে আপাতত কোনও স্বস্তি পেলেন না রাহুল গান্ধি৷ কংগ্রেস নেতার আবেদন খারিজ করে দিল গুজরাতের সুরাত দায়েরা আদালত। এর আগে গত ২৩ মার্চ রাহুল গান্ধির জামিন মঞ্জুর করে তাঁর দু’বছরের শাস্তির নির্দেশ দিয়েছিল সুরাত ম্যাজিস্ট্রেট আদালত। সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়ে সুরাত দায়েরা আদালতে আর্জি জানিয়েছিলেন রাহুল গান্ধি৷ কিন্তু সেই আবেদন নামঞ্জুর করল আদালত৷ এর ফলে এখনই সাংসদ হিসাবে পার্লামেন্টে ফিরতে পারবেন না রাহুল। অভিযোগ, ২০১৯ এর লোকসভা নির্বাচনে ওয়ানাদে ভোট প্রচারে গিয়ে ‘মোদি’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল।
রহস্যময় আগুন
এক মর্মান্তিক ঘটনার খবর এল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টর থেকে। বৃহস্পতিবার বিকেলে, পুঞ্চ-জম্মু মহাসড়কের উপর আচমকা আগুন ধরে গেল ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে। এই ঘটনায় বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনার সূত্রের দাবি, এই অগ্নিকাণ্ডে অন্তত তিন থেকে চারজন জওয়ান নিহত হয়েছেন। জানা গিয়েছে, বিজি সেক্টরের ভাট্টা ডুরিয়ান বনাঞ্চলের কাছে গাড়িটিতে আগুন লাগে। এর পিছনে কোনও নাশকতার ঘটনা আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুন লাগল, তা জানতে সেনা কর্তৃপক্ষের তদন্ত শুরু করেছে। পরিস্থিতির মূল্যায়ন করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেঁচে আছেন অনুরাগ
ফের অবিশ্বাস্য ঘটনা ধরা পড়ল অন্নপূর্ণা পর্বত অভিযানে৷ তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হল ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুকে৷ গত সপ্তাহে নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে নামার সময় তিনি হারিয়ে গিয়েছিলেন৷ পরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল৷ তাঁর ভাই সুধীর জানিয়েছেন তিনি জীবিত আছেন৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবেতিনি এখনও জীবিত৷ গত সপ্তাহে অন্নপূর্ণা পর্বত অভিযানে গিয়েছিলেন অনুরাগ৷ কিন্তু গত ১৭ এপ্রিল অবতরণের সময় ৬০০০ মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি৷
গর্বে বুক ভরে যাচ্ছে MI ভক্তদের
প্রিয় দলকে সকলেই চায় শীর্ষে দেখতে। আইপিএলের (IPL) অন্যতম সফল দল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার মুম্বই। MI এর বিরাট ফ্যানবেস রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের এক বিরাট ফ্যান এ বার দলের পতাকা নিয়ে গেলেন 'ইউরোপের শীর্ষে।' যা দেখে গর্ববোধ করছে মুম্বই ইন্ডিয়ান্সের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ঋষি পোপাওয়ালা নামের এক মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট ভক্ত কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের পতাকা হাতে নিয়ে পৌঁছে গিয়েছেন সুইস আল্পসে। মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রতি ঋষি পোপাওয়ালার এই ভালোবাসা দেখে আপ্লুত MI প্রেমীরা।
প্রেমে মশগুল প্রবীর
বৈশাখের দাবদাহে পুড়ছে বাংলা। কিন্তু ফুটবলার প্রবীর দাসের মনে এখন বসন্তের ফুরফুরে হাওয়া। কোকিলের ‘গীত’-এ খুঁজে পেয়েছেন জীবনের ‘শ্রী’। টলি নায়িকার সঙ্গে তাঁর প্রেম এখন মাঠ-ময়দান পেরিয়ে ঢুঁ দিয়েছে টালিগঞ্জ স্টুডিয়োর আনাচে কানাচে। প্রথম বিয়ের তিক্ততাও আজ অতীত। বরং নৈশভোজ থেকে শুরু করে একসঙ্গে রিলস বানানো– টলিউডের ‘রাশি’ গীতশ্রী রায়ের সঙ্গে সম্পর্ক যে পৌঁছে গিয়েছে অনেক গভীরে, দু’জনের ইনস্টাগ্রাম আভাস দিচ্ছে তেমনটাই। সামনে জ্বলছে মোমবাতি, লাল গোলাপে ভালবাসার প্রতিফলন নজর এড়াচ্ছে না ভক্তদেরও। গীতশ্রীর সঙ্গে এমনই এক আদুরে ছবি পোস্ট করেছেন খোদ ফুটবলারই। প্রবীর ক্যাপশনে লিখেছেন, “একসঙ্গে থাকার এই আমার পছন্দের জায়গা।”
ভয়ানক অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে
ফের শিরোনাম দখল ইয়ো ইয়ো হানি সিংয়ের। বলিউড র্যাপারের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ উঠল আবারও। জানা গেল, তিনি নাকি এক ইভেন্ট ম্যানেজারকে অপহরণ করে হেনস্থা করেছেন। বিবেক রমন নামে এক ব্যক্তি বিকেসি থানায় অভিযোগ দায়ের করেছেন হানি সিং এবং আরও কয়েক জনের বিরুদ্ধে। বিবেকের দাবি, হানি সিং কয়েক জনের সাহায্যে তাঁকে অপহরণ করে বন্দি রেখে হেনস্থা করেছেন। কেন এমন করেছেন হানি, সেই বিষয়ে স্পষ্ট তথ্য মিলছে না। দিন কয়েক আগে জানা গিয়েছিল, হানির সঙ্গে তাঁর প্রেমিকা, মডেল-অভিনেত্রী টিনা থাদানির বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা আর একসঙ্গে থাকছেন না।