ক্লাসরুমে বন্দুক-পেট্রল বোমা নিয়ে ঢুকে পড়লেন যুবক
মার্কিনমুলুক নয়, খোদ বাংলার বুকে বন্দুকবাজের দৌরাত্ম্য! পিস্তল-পেট্রল বোমা নিয়ে খুদে পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা। মালদার কালিয়াচকের চন্দ্রমোহন স্কুলের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বাংলায়। ভয়ে ধরিয়েছে রাজ্যবাসীর বুকে। দৃশ্যত এক নিতান্ত সাধারণ এক ব্যক্তি। হাতে পিস্তল, ব্যাক প্যাক ভর্তি বোমা ও আরেক হাতে পেট্রল বোমা। এক নাগাড়ে বলে যাওয়া ব্যক্তিগত জীবনের কিছু সমস্যাবন্ধ, মূলত তাঁকে স্ত্রী-পুত্রসন্তানকে খুঁজে না পাওয়ার অভিযোগ, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ! গোটা বিষয়টা যেন একটা চিত্রনাট্যের প্লট। খুদে পড়ুয়া আর শিক্ষকের সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন ওই ব্যক্তি। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের
জনসংযোগ যাত্রার দ্বিতীয় দিনে বিজেপি বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সাংসদের তোপ, ‘‘এখানে বিজেপির ৬ টা বিধায়ক৷ বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে একটাও প্রশ্ন করেছে? কাঁধে গেরুয়া ঝুলিয়ে, মাথায় ফেট্টি বেঁধে বিধানসভায় গিয়ে, ওয়াক আউট করে৷’’ তারপরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সুর চড়ান অভিষেক৷ বলেন, ‘‘২ কোটি ৬৫ লক্ষ মানুষের টাকা আটকে রেখেছে। আপনারা কি চান, আমরা মেরুদণ্ড বিক্রি করি? মাথা নিচু করি দিল্লির নেতাদের কাছে?’’ মানুষের প্রাপ্য আদায় করতে প্রয়োজনে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসার হঁশিয়ারিও দেন তিনি৷
চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
কালিয়াগঞ্জ নিয়ে পুলিশি ভূমিকায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে প্রশাসনিক বৈঠকে বুধবার কড়া বার্তা দেন। তিনি কালিয়াগঞ্জের বিষয় নিয়ে প্রশাসনের অন্দরে মুখ্যমন্ত্রী বলেছেন, ইন্টেলিজেন্স কেন ঠিকমতো কাজ করছে না? সব সীমা অতিক্রম করে বিশৃঙ্খলা চলছে৷ পুলিশের গায়ে কেউ যদি কেউ হাত তোলে তা হলে মানুষের নিরাপত্তা কোথায়? মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি ছবিটা দেখলাম পুলিশকে মারছে৷ যাঁরা এই ধরনের কাজ করেছে, তাঁদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা হবে৷ গুলি না চালিয়ে, লাঠি না চালিয়েও পরিস্থিতি শান্ত করা যায়৷ আমি সরকারের কাজ করব সরকারের কাগজ সাপ্লাই করবো বিভিন্ন জায়গায় এটা কী কাজ? আমি জানি কোথায় কি হচ্ছে৷’
২টি মোবাইলেরই তথ্য উদ্ধার
মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দু’টি মোবাইলেরই তথ্য উদ্ধার হয়েছে। সেই কথা আদালতে জানিয়েছে সিবিআই। বিধায়কের দু’টি মোবাইল যে জীবন্ত রয়েছে তা আগেই জানিয়েছিলেন গোয়েন্দারা। তবে তার মধ্যে একটি মোবাইলের তথ্য উদ্ধার হয়েছিল প্রথমে যার মধ্যে থেকে বিভিন্ন ডেটা ফাইল, অডিও রেকর্ডিং মিলেছে। আদলতে গোয়েন্দারা জানিয়েছিলেন দ্বিতীয় মোবাইলের তথ্য উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। দিল্লির ফরেন্সিক টিম সূত্রে খবর, দ্বিতীয় সেই ফোনটিরও তথ্য উদ্ধার সম্ভব হয়েছে। সূত্রের খবর, জীনের এই মোবাইলটিই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল। পরে সিবিআই জানায় যে, দু’টি ফোনের তথ্য উদ্ধার সম্ভব হয়েছে।
ছত্তিসগড়ে নকশাল হামলা
ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় নকশাল হামলায় মৃত্যু হল ১১ জওয়ানের৷ প্রাথমিক ভাবে এই হামলা আইইডি বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে৷ বুধবার দুপুরে ছত্তিসগড়ের আরানপুরের কাছে একটি নজরদারি দলের উপর এই বিস্ফোরণ ঘটানো হয়৷ একটি ডিআরজি দল নজরদারি চালানোর পর দলটি হেডকোয়ার্টারে ফিরছিল বলে খবর মিলেছে৷ সেই সময় আরানপুরের রাস্তার উপর এই বিস্ফোরণ ঘটে বলে খবর মিলেছে৷ সেই সময় ১০ জন জওয়ানের মৃত্যু হয়, সঙ্গে প্রাণ গিয়েছে এক চালকেরও৷ যদিও প্রশাসনিক তরফ থেকে এই মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা হয়নি৷ মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে৷
নিজেকে সরিয়ে নিলেন গুজরাট হাইকোর্টের বিচারপতি
রাহুল গান্ধীর আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন গুজরাট হাইকোর্টের বিচারপতি গীতা গোপি। মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, নিম্ন আদালতের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন রাহুল গান্ধী। এই মর্মে মঙ্গলবারই গুজরাট হাইকোর্টে একটি মামলা নথিভুক্ত করেছিলেন কংগ্রেস নেতা। এদিন সেই মামলারই শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি গীতা গোপিনাথ। কিন্তু, ঠিক কেন তিনি এই মামলাটি শুনতে নারাজ, তা জানা যায়নি।
লন্ডনেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির
ভগবান বিষ্ণুর দর্শন পেতে দূর-দূরান্ত থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ছুটে আসেন সাধারণ মানুষ। শুধুমাত্র দেশ নয়, বিদেশে বসবাসকারী মানুষেরাও এই মন্দিরে আসেন। এবার পুরীর মন্দিরের দর্শন মিলবে ব্রিটেনেও। ব্রিটেনের প্রথম জগন্নাথ মন্দির তৈরি হতে চলেছে লন্ডনে। ব্রিটেনের একটি অলাভজনক সংস্থার উদ্যোগেই এই মন্দির তৈরি করা হচ্ছে। আগামী বছরের শেষভাগের মধ্যেই মন্দিরের প্রথম দফার নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। ওড়িশার এক উদ্যোগপতির কাছ থেকে ২৫ মিলিয়ন ডলারের অনুদান মিলছে বলেও জানা গিয়েছে।
দল গঠন চলছে লাল হলুদে
শুধু নতুন কোচ নিলেই তো হবে না। সাফল্য পেতে গেলে প্রয়োজন ভাল ফুটবলারের। সেটা মাথায় রেখেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ওড়িশা থেকে নন্দকুমার এবং চেন্নাই থেকে এডউইনকে দলে নিয়েছে লাল হলুদ। একজন গোল করেন, উইংয়ে খেলেন। অন্যজন খেলেন মাঝমাঠ। সুনীল ছেত্রীদের প্রাক্তন হেড স্যার ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার পর আশাবাদী সমর্থকরা। খারাপ সময় কেটে গিয়ে সুদিন ফিরবে এমনটা আশা করা অন্যায় নয়। আশাতেই বেঁচে থাকে মানুষ। আইএসএলে নাম লেখানোর পর থেকেই ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি ইস্টবেঙ্গলের কপালে। রবি ফাউলার, ম্যানুয়েল মানেলো ডিয়াজ থেকে স্টিফেন কনস্টানটাইন—সকলেই দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ।
জর্জিনাকে বিয়ে করবেন না রোনাল্ডো!
৩৭ বছরের সিআর৭ এখনও বিয়ে করেননি। বিয়ে না করেই ৫ সন্তানের বাবা তিনি। বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় অজানা। সারোগেসির মাধ্যমে আরও দুই সন্তান রয়েছে রোনাল্ডোর। বান্ধবী জর্জিনার সঙ্গে দুটি সন্তান রয়েছে। বলতে গেলে ভরা সংসার। অতীতে একাধিক ব্রেক আপের মধ্য দিয়ে গেলেও রোনাল্ডো অবশেষে জর্জিনা রড্রিগেজে থিতু হয়েছেন। সাতবছর ধরে জর্জিনার সঙ্গে সম্পর্ক চলায় এমনটাই ভেবে নিয়েছিলেন রোনাল্ডো অনুরাগীরা। কিন্তু সে গুড়ে বালি। রোনাল্ডো নাকি জর্জিনাকে বিয়ে করতেই চান না। পর্তুগিজ মডেল জর্জিনাকে নিয়ে ভীষণ বিরক্ত রোনাল্ডো। দু’জনের সম্পর্ক নাকি একেবারে তলানিতে।
ভাঙছে ঘর, ইন্দ্রনীলকে বিচ্ছেদের নোটিস পাঠিয়ে দিলেন বরখা
বিবাহ বিচ্ছেদ হতে চলেছে ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিশ্তের। ১৩ বছরের সম্পর্ক ভাঙতে চলেছে শিঘ্রই। কোনও তৃতীয় ব্যক্তির জন্যই নাকি সম্পর্কে চিড়, এমনই গুঞ্জন উঠছে টলিপাড়ায়। অবশেষে কিছু সর্বভারতীয় সংবাদ সূত্র থেকে জানা গিয়েছে যে ইন্দ্রনীলকে বিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন বরখা। প্রায় ১৩ বছর ধরে সম্পর্কে ছিলেন ইন্দ্রনীল ও বরখা। দু'জনের কেমিস্ট্রি অত্যন্ত পছন্দ ছিল দর্শকদের। তবে ২০২১ সালেই সম্পর্কে ভাঙন ধরে দু'জনের। ২০২১ সাল থেকেই নাকি আলাদা থাকেন দম্পতি। ১১ বছরের মেয়েকে নিয়ে একাই থাকেন বরখা বিশ্ত। তবে এ বিষয়ে সামনা সামনি কোনও দিন মুখ খোলেননি দু'জনের কেউই।