নাম চাইলেন রাজ্যপাল
ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত জল্পনা! বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সংক্রান্ত রিপোর্ট চাওয়ার পর এ বার রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র অধ্যাপকদের নিয়ে ডেটাব্যাঙ্ক তৈরি করতে চাইছেন রাজ্যপাল? রাজ্যজুড়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন করে সিনিয়র অধ্যাপকদের নাম চাইল রাজভবন। উপাচার্যদের থেকে রাজভবন থেকে ই-মেইল করে নাম জানতে চাওয়া হল। রাজভবনে থেকে ই-মেল আসার পর উচ্চশিক্ষা দফতরের মতামত চাইছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। যদিও এ নিয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ‘আমরা এই বিষয় সম্পর্কে অবগত নই৷’
বিরোধী দলগুলিকে নিশানা করলেন অভিষেক
আলিপুরদুয়ারের কুমারগ্রামের সভা থেকে বিজেপি-সহ বাকি বিরোধী দলগুলিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "গত ছয় মাসে আমি এই অঞ্চলে এসেছি ৫ বার। যারা বলছে নাটক করছে তৃণমূল কংগ্রেস। তাদের বলছি কোনও নেতার হাত-পা ধরে লাভ নেই। মানুষ যাঁকে চাইবেন, সেই প্রার্থী হবেন। আমরা এসেছি মানুষের কাছে। তৃতীয় বার, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ প্রশাসনিক প্রধান করেছেন। ১৯৭২ থেকে সিপিএম লাগাতার সন্ত্রাস মজ্জাগত করে দিয়ে গিয়েছিল। আমরা সেই অবস্থার পরিবর্তন করতে এসেছি। মানুষ যাঁকে প্রাধান্য দেবেন, তাঁর পেছনেই দল আছেন।"
১৪ তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর!
নিউটাউনের অভিজাত আবাসনের ১৪ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তথ্য প্রযুক্তি কর্মী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজশ্রী দত্ত(৩৪)। দেহটি উদ্ধার করে টেকনো সিটি থানার পুলিশ। পুলিশ সূত্র মারফত খবর, সকাল সাড়ে দশটা থেকে পৌনে এগারটা নাগাদ টেকনোসিটি থানা এলাকার অভিজাত বহুতল আবাসনের নীচে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সিকিউরিটি গার্ড। তিনিই আবাসনের বাসিন্দাদের খবর দেন। মুহূর্তে জড়ো হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
বন্ধ থাকছে না দ্বিতীয় হুগলি সেতু
স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) বন্ধ রাখার কথা ছিল। তবে সেই স্বাস্থ্য পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল। ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল সেতু বন্ধ থাকার কথা ছিল। কিন্তু স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় সেতু খোলা থাকবে বলে জানানো হয়েছে। প্রতিদিন দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যে সংখ্যক গাড়ি যাতায়াত করে, তাতে একটা সময় অন্তর দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। দীর্ঘদিন তা হয়নি। সেতু ভার বহনের ক্ষমতা পরীক্ষা হওয়ার কথা ছিল এই শনিবার ও রবিবার। সে কারণে রাতে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কথা ছিল।
কফিন কাঁধে নিলেন মুখ্যমন্ত্রী বাঘেল
ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় গতকাল পুলিশের গাড়িতে হামলা চালায় মাওবাদীরা। আইইডি বিস্ফোরণে নিহত হন ১০ জন পুলিশ কর্মী ও এক জন গাড়ি চালক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার পরই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, খুব শিগগির দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এই মাওবাদীরা। আর আজ নিজে কাঁধে এক মৃত পুলিশের দেহ বয়ে নিয়ে গেলেন ভূপেশ বাঘেল। আজ দান্তেওয়াড়ার কারলি এলাকার পুলিশ লাইনে মৃত পুলিশ কর্মী ও গাড়ির চালকের কফিনের উপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিজেপি কর্মীদের টোটকা নমোর
আর দিন কয়েক বাদেই কর্নাটক বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কর্নাটকে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “কর্নাটকের মানুষের রাজ্য বিজেপির উপরে বিপুল আস্থা রয়েছে। বিজেপি নেতারা যেখানেই প্রচারে যাচ্ছেন, সেখানেই এই জনসমর্থনের প্রতিফলন দেখা যাচ্ছে। এবারের নির্বাচনে বিজেপি রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে।” মোদী বলেন, “১০ জন মহিলা ও ১০ জন পুরুষ কর্মীদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করুন। আপনারা বাড়ি বাড়ি যান এবং ডবল ইঞ্জিন সরকারের প্রচার করুন।”
লাশের ছড়াছড়ি
গত সোমবার, সুদানে যুযুধান দুই পক্ষের সঙ্গে আলোচনার পর ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল আমেরিকা। সেই যু্ধবিরতি চলাকালীনই সেই দেশের মাটিতে প্রাণ গেল দ্বিতীয় মার্কিন নাগরিকের। বুধবার মার্কিন ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, “নিহতের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সুদানী সশস্ত্র বাহিনী এবং ব়্যাপিড অ্যাকশন ফোর্স – দুই নেতৃত্বকেই স্পষ্ট জানিয়েছি যে তারা অসামরিক ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা তাদের দায়িত্ব। এর মধ্যে অন্যান্য দেশের মানুষ এবং মানবিক সহায়তা কর্মীরা যাঁরা সেখানে মানুষের প্রাণ বাঁচাতে কাজ করছেন, তাঁরাও আছেন।”
বাদ কাধিক ক্রিকেটার
২০২২-২৩ মরসুমের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে (মহিলা ক্রিকেট)। তালিকার শীর্ষ ক্যাটাগরিতে রয়েছেন তিন ক্রিকেটার। এছাড়া ‘বি’গ্রেডে রয়েছেন পাঁচজন এবং সি গ্রেডে রয়েছেন নয়জন ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তির আওতা থেকে বাদ পড়েছেন মেয়েদের ক্রিকেটের পরিচিত মুখ শিখা পান্ডে এবং তানিয়া ভাটিয়া। সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী উন্নতি হয়েছে বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ এবং জেমাইমা রডরিগজের। এই চুক্তির মেয়াদ গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত। এ গ্রেডের ক্রিকেটাররা ম্যাচ ফিজের পাশাপাশি ৫০ লাখ টাকা এবং বি ও সি গ্রেডের ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩০ লাখ ও ১০ লাখ টাকা।
আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর
হারের হ্যাটট্রিক সামলে এখনও ঘুরে দাঁড়াতে পারেননি এইডেন মার্করামরা। তার মধ্যেই নিজামের শহরের দলে এ বার বিরাট ধাক্কা। ১৬তম আইপিএলে এখনও অবধি ৭ ম্যাচে খেলে মাত্র ২টিতে জিতেছে অরেঞ্জ আর্মি, হার ৫ ম্যাচে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের শেষ ম্যাচে শেষ বেলায় লড়াই করেছিলেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তার পরও দলকে জেতাতে পারেননি। ফলে হারের হ্যাটট্রিক হয় হায়দরাবাদের। এ বার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। অরেঞ্জ আর্মির গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। আজ, বৃহস্পতিবার হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট চলতি আইপিএলে সুন্দরের ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে।
নম্বর আরও কমল ‘অনুরাগের ছোঁয়া’র
গত সপ্তাহে চমকে দিয়েছিল ‘জগদ্ধাত্রী’। এক ধাক্কায় ‘অনুরাগের ছোঁয়া’কে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল প্রথমে। এই সপ্তাহেও হল ঠিক তাই। এবারেও আর টপার হওয়া হল না ‘অনুরাগের ছোঁয়া’র। নম্বর আরও কমল ওই ধারাবাহিকের। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৭.৭। অন্যদিকে এই সপ্তাহে জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৮.২। প্রথম হয়েছে সে, ‘অনুরাগ…’ দ্বিতীয়। ওদিকে তৃতীয় স্থানে জায়গা করেছে ‘গৌরী এল’। পেয়েছে ৭.৫ নম্বর। গত সপ্তাহেও ওই একই নম্বর পেয়েছিল ধারাবাহিকটি। চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে বেশ ভালই ফল করছে ওই ধারাবাহিকটি। এই সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৭.৪।