Country

4 months ago

Uttarakhand:উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা, দেশজুড়ে আপাতত দুর্যোগের বর্ষণ চলবে

Warning of heavy rains in Uttarakhand
Warning of heavy rains in Uttarakhand

 

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির দুর্যোগ চলছেই, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (অইএমডি)। আইএমডি জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে ওই দিন।

এরপর ১৪ তারিখ পশ্চিম মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম ও মেঘালয়ের জন্য সতর্কতা থাকছে, ওই দিনও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হবে। ১৫ সেপ্টেম্বর পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। আইএমডি আরও জানিয়েছে, ১৬ সেপ্টেম্বরও ছত্তিশগড় ও অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ১৭ তারিখ ছত্তিশগড় ও অসম এবং মেঘালয়ের জন্য হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে।

You might also like!