নয়াদিল্লি, ৭ অক্টোবর : রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা জানানো হল মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুকে। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবন এসে পৌঁছলে মুইজ্জুকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় মালদ্বীপের রাষ্ট্রপতিকে।
এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু নিজ নিজ দেশের মন্ত্রী এবং প্রতিনিধি দলের সঙ্গে একে অপরের সঙ্গে আলাপ ও পরিচয় করিয়ে দেন। এদিন সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধা জানান মুইজ্জু। পুষ্পস্তবক দিয়ে বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন মুইজ্জু ও তাঁর স্ত্রী।