Country

4 months ago

Saharanpur death case : সাহারানপুরে গাছ থেকে উদ্ধার যুগলের মৃতদেহ, তদন্তে পুলিশ

Saharanpur death case (symbolic picture)
Saharanpur death case (symbolic picture)

 

সাহারানপুর, ৪ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের সাহারানপুরে গাছ থেকে যুগলের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার কোদানা গ্রামের কাছে একটি গাছে এক পুরুষ ও এক মহিলার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, প্রেম সংক্রান্ত কারণে ওই পুরুষ ও মহিলা আত্মঘাতী হয়েছেন। পুলিশ জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সাহারানপুরের পুলিশ সুপার (এসপি) সাগর জৈন বলেছেন, "কোডানার গ্রামের কাছে গাছ থেকে এক পুরুষ ও এক মহিলার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা এবং প্রেমের ঘটনা। তদন্ত শুরু হয়েছে।

You might also like!