নয়াদিল্লি, ৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য শপথগ্রহণের আগে সংসদ ভবন এলাকা থেকে গ্রেফতার করা হল ৩ সন্দেহভাজনকে। তারা ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল বলে জানা গেছে। তখনই তাদের পাকড়াও করে সিআইএসএফ জওয়ানরা। তাদের আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয় তারা। ওই তিনজনই উত্তর প্রদেশের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, কাশিম, শোয়েব এবং মণীশ নামের ওই সন্দেহভাজন ব্যক্তি তিনজনই শ্রমিক। এই তিনজন শ্রমিকের সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠী বা শত্রুদেশের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ জাল আধার কার্ড ছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল পাসপোর্ট। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই তিনজন সংসদ ভবনের এমপি লাউঞ্জের নির্মাণকাজে যুক্ত ছিলেন।