Country

1 year ago

Three arrested in sukhdeb murder case : অবশেষে সাফল্য পেল পুলিশ, সুখদেব গোগামেড়ি খুনে অভিযুক্ত তিন শুটার গ্রেফতার

File picture: Sukhdeb Singh
File picture: Sukhdeb Singh

 

চন্ডীগড়, ১০ ডিসেম্বর : হরিয়ানার চণ্ডীগড় থেকে গ্রেফতার করা হল রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা প্রধান সুখদবে সিং গোগামেডির খুনে অভিযুক্ত তিন শুটারকে। দিল্লি এবং রাজস্থান পুলিশের যৌথ দল গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীগড়ে তল্লাশি অভিযানে গিয়েছিল। সেখান থেকেই শনিবার গভীর রাতে তিন শুটারকে গ্রেফতার করেছে তারা। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল রোহিত রাঠৌর, নিতিন ফৌজি এবং উধম সিং। তবে এই খুনের ঘটনায় উধমের ঠিক কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।


এই নিয়ে এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ। রামবীর জাঠ নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রোহিত এবং নিতিনকে পালাতে সাহায্য করার অভিযোগ উঠেছে রামবীরের বিরুদ্ধে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ঘরে ঢুকে করণী সেনা প্রধানকে গুলি করে হত্যা করা হয়। করণী সেনা প্রধানের খুনের পর পরই লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ রোহিত গোদারা নামে এক গ্যাংস্টার এই খুনের দায় স্বীকার করে। পুলিশ জানিয়েছে, গোদারা ঘনিষ্ঠ বীরেন্দ্র তৌহান এবং দানারামের ইশারাতেই গোগামেড়িকে গুলি করে খুন করা হয়েছে।

You might also like!