নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : রবিবার তিনদিনের ভারত সফরে আসছেন আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান।
জানা গেছে, আবু ধাবির যুবরাজ হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। তাঁর সঙ্গে আবুধাবির একাধিক সরকারি প্রতিনিধিও এই সফরে আসছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বৈঠক করবেন আবু ধাবির যুবরাজ। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।