Country

4 months ago

Gujart: গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, সুরাটের বিস্তীর্ণ এলাকা জলের তলায়

The flood situation in Gujarat remains alarming
The flood situation in Gujarat remains alarming

 

গান্ধীনগর, ৪ সেপ্টেম্বর : গুজরাটের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনকই, সুরাটের বিস্তীর্ণ এলাকা বুধবারও জলের তলায়। সুরাট জেলার মঙ্গরোলের বিঘার পর বিঘা জমি জলমগ্ন, ঘর-বাড়ি, রাস্তাঘাট সবই জলমগ্ন। বন্যা দুর্গতদের পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। শুধু সুরাট নয়, গুজরাটের অন্যান্য জেলাতেও একই পরিস্থিতি। ত্রাণ শিবিরে এই মুহূর্তে আশ্রয়ে রয়েছেন বহু মানুষ।

গুজরাটে আপাতত বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। যেহেতু, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টাও গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। ৬ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

You might also like!