জম্মু, ২২ জুলাই : সাম্প্রতিক বেশ কিছু দিন ধরে জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা বেড়েই চলেছে, এবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা পিকেটে হামলা চালালো সন্ত্রাসবাদীরা। এই সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন একজন সেনা জওয়ান। সোমবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার গুন্ধা এলাকায় সদ্য স্থাপিত সেনা পিকেটে সন্ত্রাসীরা গুলি চালালে এক সেনা জওয়ান আহত হয়েছেন।
যদিও, প্রতিরক্ষা মুখপাত্র দাবি করেছেন, বড়সড় সন্ত্রাসী হামলার চক্রান্ত ব্যর্থ হয়েছে। গুন্ধা এলাকায় সেনাবাহিনীর ৬৩ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে গুলি চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর জওয়ানরাও পাল্টা গুলি চালান। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ের মাঝেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।