Country

3 weeks ago

Ratan Tata: প্রয়াত রতন টাটা, শিল্পজগতে যুগের অবসান

Ratan Tata
Ratan Tata

 

মুম্বই, ১০ অক্টোবর: প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সোমবারই রতন টাটার সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে জানানো হয়, তিনি বয়সজনিত সমস্যার চিকিৎসা করাচ্ছেন। গুরুতর অসুস্থ হওয়ার গুজব উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার। সঙ্গেই ভুয়ো খবর পরিবেশন থেকে তিনি সকলকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন।

তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহল। শোকজ্ঞাপন করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরাও।

You might also like!