Country

2 days ago

Rahul Gandhi Writes to Om Birla Over Parts of His Speech Expunged:সংসদের রেকর্ড থেকে "বিতর্কিত" বক্তব্য সরানোয় স্পিকারকে চিঠি রাহুলের

Rahul Gandhi Writes to Om Birla Over Parts of His Speech Expunged
Rahul Gandhi Writes to Om Birla Over Parts of His Speech Expunged

 

নয়াদিল্লি, ২ জুলাই  : সোমবার লোকসভায় রাহুল গান্ধীর "বিতর্কিত" হিন্দু মন্তব্যের জেরে প্রবল হট্টগোল শুরু হয়। রাহুল গান্ধীর "বিতর্কিত" হিন্দু মন্তব্যের বিরোধিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় লোকসভা থেকে অপসারণ করা হয় কংগ্রেস সাংসদের বক্তব্যের বেশ কিছুটা অংশ।

মঙ্গলবার এর প্রতিবাদে স্পিকারকে চিঠি দিলেন কংগ্রস সাংসদ রাহুল গান্ধী। প্রতিবাদী চিঠিতে তিনি জানান, তাঁর বক্তব্যের ওই অংশ সংসদের ৩৮০ ধারার মধ্যে পড়ে না, যা বক্তব্য সরানো বা মুছে ফেলার অনুমতি দেয়। একইসঙ্গে বিরোধী দলনেতা দাবি করেছেন, তিনি যা বলেছেন তা আসলে ‘নিখাদ সত্যি’। পাশাপাশি সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া তাঁর মন্তব্য পুনরুদ্ধারেরও অনুরোধ করেছেন রাহুল।

You might also like!