Country

4 months ago

Rahul Gandhi: এবার কি গাঁটছড়া বাঁধতে চলেছেন রাহুল গান্ধী ও প্রণিতি শিন্ধে? নেটপাড়ায় জোর চর্চা!

Rahul Gandhi (symbolic picture)
Rahul Gandhi (symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দীর্ঘদিন ধরে অবিবাহিত হয়েই জীবন কাটাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একাধিকবার রাহুল গান্ধীর বিয়ের গুঞ্জন উঠলেও বাস্তবে তা সত্য হয় নি। এবার নেটদুনিয়া জুড়ে ঘুরছে সেই চর্চা। 

কবে বিয়ে করবেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী? এই প্রশ্ন বহু বছর ধরে মিডিয়া ও রাজনৈতিক মহলে অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এদিকে, সম্প্রতি তার নাম এবং কংগ্রেস সাংসদ প্রণিতি শিন্ধের নাম একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গুজব দাবি করছে যে শীঘ্রই এই দুজন বিয়ে করবেন।

যদিও বাস্তবে এ ধরনের কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। এছাড়াও, কংগ্রেস দল বা গান্ধী বা শিন্দে পরিবারের পক্ষ থেকে এমন কোনও কিছু জানানো হয়নি। রাহুল বা প্রণিতি কেউই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একথা বলেননি।

এক্স ব্যবহারকারীদের একটি অংশের দাবি করেছে যে কিছু ব্যবহারকারী ইচ্ছা করেই রাহুল গান্ধী প্রণিতি শিন্ধেকে বিয়ে করার গুজবটি ছড়াচ্ছে।

You might also like!