Country

1 year ago

Draupadi Murmu : রাষ্ট্রপতি ভবনে মিশরের রাষ্ট্রপতিকে অভিবাদন, আব্দেল বললেন দুই দেশ শুধু গঠনমূলক উন্নয়নই দেখেছে

President and PM welcome egypt president
President and PM welcome egypt president

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : রাষ্ট্রপতি ভবনে মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ এল সিসি-কে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে মিশরের রাষ্ট্রপতিকে অভিবাদন ও স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। আগামীকাল প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মিশরের রাষ্ট্রপতি।

ভারত ও মিশরের মধ্যে সম্পর্কের বিষয়ে এদিন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ এল সিসি বলেছেন, মিশর এবং ভারতের মধ্যে সম্পর্ক ভারসাম্য এবং স্থিতিশীলতার বৈশিষ্ট্যযুক্ত। আমরা শুধু গঠনমূলক উন্নয়নই দেখেছি। মিশরের রাষ্ট্রপতি আরও বলেছেন, এই মহান দিনের (প্রজাতন্ত্র দিবস) জন্য ভারত, ভারত সরকার এবং জনগণকে আমার অভিনন্দন পুনর্ব্যক্ত করছি। সম্মানিত অতিথি হওয়া এবং গৌরবময় দিবসে অংশগ্রহণ করা বড় সৌভাগ্যের বিষয়।


You might also like!