আহমেদাবাদ, ১৬ সেপ্টেম্বর : আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত ও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উপস্থিতিতে আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী।
উদ্বোধনের পর মেট্রোতেও চড়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে চড়েছেন মেট্রো। সেকশন ১ মেট্রো স্টেশন থেকে গিফ্ট সিটি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোতে সফর করেছেন প্রধানমন্ত্রী। সফরকালে তরুণ-তরুণীদের সঙ্গে আলোচনায় লিপ্ত হন প্রধানমন্ত্রী।