Country

4 months ago

Jammu and Kashmir:জম্মু সীমান্তে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন পাকিস্তানের; জখম বিএসএফ জওয়ান, প্রত্যাঘাত ভারতের

Pakistan's ceasefire violation on Jammu border
Pakistan's ceasefire violation on Jammu border

 

জম্মু, ১১ সেপ্টেম্বর : বিনা প্ররোচনায় গুলি চালিয়ে ফের সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। জম্মুর আখনুর সীমান্তে পাক হামলায় জখম হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান। বিএসএফ জানিয়েছে, বুধবার ভোররাত ২.৩৫ মিনিট নাগাদ জম্মু সীমান্তের আখনুর এলাকায় সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা।

কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। পাক সেনার গুলিতে জখম হয়েছেন একজন বিএসএফ জওয়ান। তবে, পাকিস্তানের দিকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের প্রেক্ষিতে নিয়ন্ত্রণরেখায় নজরদারি আরও অনেকটাই বাড়ানো হয়েছে।

You might also like!