গুয়াহাটি : উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে দেশজুড়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে। লক্ষ্য, দীপাবলি ও ছট পুজোর জন্য যাত্রীদের চাহিদা পূরণ করা, যাত্রীদের জন্য সুগম ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা। স্পেশাল এই ট্রেনগুলি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করছে এবং সময় নষ্ট না করে গন্তব্যস্থলে পৌঁছেছে। নিয়মিত ট্রেনগুলির সাথে অতিরিক্তভাবে উৎসব ট্রেন চালিয়ে প্রায় ২৬ লক্ষ অতিরিক্ত বার্থ প্রদান করা হয়েছে।
প্রধান প্রধান গন্তব্যস্থানগুলির সংযোগী নিয়মিত ট্রেনগুলির ওয়েটিং লিস্টের যাত্রীদের সামলাতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২৪ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। স্পেশাল ট্রেনগুলি কলকাতা, শিয়ালদহ থেকে সংযোগী গুয়াহাটি, আগরতলা, নিউ জলপাইগুড়ির মতো স্থানগুলিতে চলাচল করছে। একইভাবে স্পেশাল ট্রেনগুলি নিউ দিল্লি ও আনন্দ বিহার থেকে পুর্নিয়া, কাটিহারের মতো স্থানগুলিতে চলাচল করছে। কিছু স্পেশাল ট্রেনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কাটিহার-রাঁচি, আগরতলা-সেকেন্দ্রাবাদ, কামাখ্যা-গোরখপুর ইত্যাদি।
পরিকল্পনা অনুযায়ী যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য অধিকাংশ উৎসব স্পেশাল ট্রেন নির্ধারিত সময়সূচি হিসেবে চালানোর জন্য সর্বোচ্চ যত্ন নেওয়া হচ্ছে। উৎসব স্পেশাল ট্রেনগুলির মধ্যে শিলচর-কলকাতা উৎসব স্পেশাল ট্রেনটি নিজের নির্ধারিত সময় ৯ নভেম্বর ০৫.০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ট্রেনটি নিজের গন্তব্যস্থল কলকাতায় আগমনের সময় থেকে ২১ মিনিট আগে পৌঁছেছে। কাটিহার থেকে মণিহারি পর্যন্ত অন্য আরেকটি ট্রেন নিজের নির্ধারিত সময় অর্থাৎ ১০ নভেম্বর ২০.৩০ ঘণ্টায় কাটিহার থেকে রওয়ানা দিয়ে মণিহারিতে আগমনের সময় অর্থাৎ ২১.৩০ ঘণ্টার ৩০ মিনিট পূর্বে পৌঁছেছে। ওখা-নাহরলগুন, কলকাতা-গুয়াহাটি ইত্যাদি অন্যান্য স্পেশাল ট্রেনগুলি নিজের প্রকৃত যাত্রা সময়সূচি অনুযায়ী চলাচল করছে।
উৎসব স্পেশাল ট্রেনে সংযোজিত অতিরিক্ত বার্থগুলি ভিড়ের সময় যাত্রীদের বর্ধিত চাহিদা পূরণের যত্ন নেবে বলে আজ শনিবার এক প্রেসবার্তায় জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।