জয়পুর, ২৫ ডিসেম্বর : দেখতে দেখতে দু'দিন হয়ে গেল, রাজস্থানের কোটপুটলি জেলার কিরাটপুরা গ্রামে বোরওয়েলে পড়ে যাওয়া সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে এখনও উদ্ধার করা সম্ভব হল না। তবে, শিশুকন্যাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে বুধবারও।
এসডিআরএফ, এনডিআরএফ এবং প্রশাসনের দলগুলি উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে৷ তবে, এখনও শিশুটি উদ্ধার না হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। উল্লেখ্য, বাড়ির সামনে খেলা করার সময় গত সোমবার ২৩ ডিসেম্বর) চেতনা নামে ছোট্ট শিশুকন্যাটি ৭০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে যায়।