Country

6 days ago

Poonch : পুঞ্চে ধ্বংস জঙ্গিঘাঁটি, উদ্ধার গোলাবারুদ

Jammu & Kashmir
Jammu & Kashmir

 

পুঞ্চ, ২৯ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। সেখান থেকে গোলাবারুদ-সহ অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার জানা গেছে, নিরাপত্তা বাহিনী মেনধার এলাকার মানকোট সেক্টরে যৌথ তল্লাশি অভিযান চালায়। সেসময় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা একটি জঙ্গিঘাঁটির খোঁজ পায়। সেটি ধ্বংস করার পাশাপাশি সেখান থেকে আইইডি, আরডিএক্স, ব্যাটারি ও অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী গোলাবারুদ এবং অন্যান্য সন্দেহজনক জিনিসপত্রও বাজেয়াপ্ত করেছে। ওই এলাকা ও আশপাশের অঞ্চলেও জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি আছে বলে জানা গেছে।

You might also like!