
নয়াদিল্লি, ২৭ নভেম্বর : মালায়ালাম নিউজ চ্যানেল এশিয়ানেট-এ বিতর্ক চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করার জন্য সিপিএম নেতা জ্যাক সি থমাসকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তন সম্পাদক ড.আর বালাশঙ্কর । লিগ্যাল নোটিশে সাত দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। তা না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, ২০ নভেম্বর এশিয়ানেট নিউজ চ্যানেলে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে নরাধাম শব্দটি ব্যবহার করেছিলেন থমাস । প্যানেল আলোচনায় বসা অতিথি ও সংবাদ উপস্থাপকরা প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর শব্দ ব্যবহারে আপত্তি জানান। এরপরও জ্যাক সি থমাস তার বক্তব্য প্রত্যাহার করেননি।
আইনি নোটিশে বলা হয়েছে, জ্যাক সি থমাস প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করে প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করেছেন। ঘৃণামূলক বক্তব্য ছাড়াও, এটি মানহানির আওতায় আসে। নোটিশে বলা হয়েছে যে থমাসের বক্তব্য ডাঃ আর বালাশঙ্করের অনুভূতিতে আঘাত করেছে। থমাস যদি সাত দিনের মধ্যে জনসাধারণের কাছে ক্ষমা না চান, তাহলে ডঃ আর বালাশঙ্কর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
