নয়াদিল্লি, ৪ জুন : একদিকে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। অন্যদিকে আবহাওয়াও উত্তপ্ত দিল্লিতে। গরমে জেরবার রাজধানী দিল্লি। সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ৩০ ডিগ্রির বেশি সেখানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রির কাছে। দিল্লির বিভিন্ন প্রান্তেই তাপপ্রবাহ চলছে। এমনকি মঙ্গলবার ভোটগণনার দিনেও তার ব্যতিক্রম হলো না। এদিন দুপুর পর্যন্ত মুক্তি মেলেনি গরমের হাঁসফাঁস অবস্থা থেকে। তবে একটু হলেও স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। জানা গেছে, রাজধানীতে আকাশ পরিষ্কার থাকলেও হাল্কা বৃষ্টি হতে পারে।
এদিনও রাজধানীর রাস্তায় বেলা বাড়তেই মানুষজনের আনাগোনা কমেছে। বেশিরভাগ অফিসই বাড়িতে বসে কাজ করার কথা ঘোষণা করেছে। গরমের জেরে বিভিন্ন স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। কয়েকটি স্কুল যদিও সকালের দিকে ক্লাস করিয়ে নিয়েছে। আগামী বেশ কয়েকদিন এই তীব্র তাপপ্রবাহ চলবে।