নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : শিমলা-সহ হিমাচল প্রদেশের ৯টি জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই মর্মে জারি রয়েছে হলুদ সতর্কতাও। তবে, ৫ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টি-দুর্যোগ কাটবে হিমাচল প্রদেশে। ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার হিমাচল প্রদেশের শিমলা, সোলান, কুল্লু, সিরমৌর, উনা, বিলাসপুর, মান্ডি, কাংড়া ও হামিরপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তারপর থেকে পাহাড়ে বৃষ্টি কমবে।
এদিকে, দেবভূমি উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। উত্তরাখণ্ডে আপাতত বৃষ্টি থেকে রেহাই মিলবে না। উত্তরাখণ্ডের দেহরাদূন ও বাঘেশ্বরে আগামী ২৪ ঘণ্টাও ভারী বৃষ্টিপাত চলবে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সাম্প্রতিক বৃষ্টিতে এমনিতেই রাজ্যের নানা অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এমতাবস্থায় আরও বৃষ্টি হলে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে।