Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Country

1 year ago

Morbi Bridge Case : মোরবি সেতু বিপর্যয়ে গুজরাট সরকারকে তিরস্কার হাইকোর্টের, সমস্ত ব্রিজ সমীক্ষা করার নির্দেশ

gujarat high court comes down heavily to state
gujarat high court comes down heavily to state

 

মোরবি, ২৪ নভেম্বর : গুজরাটের মোরবি জেলায় ঝুলন্ত সেতু বিপর্যয়ের ঘটনায় গুজরাট সরকারকে তিরস্কার করল গুজরাট হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বৃহস্পতিবার গুজরাট সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে গুজরাট হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, মৃতের স্বজনদের দেওয়া ক্ষতিপূরণ নিতান্তই কম। হাইকোর্ট বলেছে, ক্ষতিপূরণ বাস্তবসম্মত হওয়া উচিত এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা সময়ের প্রয়োজন।

পর্যবেক্ষণে গুজরাট হাইকোর্ট আরও বলেছে, গুরুতর আহতদের দেওয়া ক্ষতিপূরণও তুলনামূলক কম।রাজ্যকে একটি বিশদ হলফনামা দাখিল করতে এবং ক্ষতিপূরণের জন্য একটি নীতি নিয়ে আসতে বলেছে হাইকোর্ট। এদিন গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের সমস্ত সেতুর সমীক্ষা করতে হবে। হাইকোর্ট বলেছে, সেতুগুলি ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। কতগুলি সেতু একই অবস্থায় আছে তা উল্লেখ করে সব সেতুর তালিকা চেয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, একটি প্রত্যয়িত রিপোর্ট থাকা উচিত এবং তা হাইকোর্টের সামনে রাখা দরকার৷

You might also like!