আমেদাবাদ, ২৪ জুলাই : বানভাসী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। ইতিমধ্যেই জলের তলায় বহু গ্রাম। ঘরবন্দি সাধারণ মানুষ। বিপাকে আমজনতা। ভিটেমাটি হারিয়েছেন অনেকেই। বুধবার জানা গেছে, প্রবল বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের মুলিয়াসা গ্রাম। এই গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই বিপদে এগিয়ে এসেছেন পাশের গ্রামের মানুষেরা। জল পেরিয়ে বাড়ি বাড়ি খাবার এবং পানীয় জল পৌঁছে দিচ্ছেন একদল যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এদিকে জলের তোড়ে গবাদি পশু ভেসে যেতেও দেখা গেছে।
উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে গুজরাটের দ্বারকায় মঙ্গলবার ভেঙে পড়ে একটি আবাসন। এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র আধিকারিক বিপিন কুমার বলেন, আবাসন ভেঙে পড়ার খবর পেয়েই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছয়। আমরা ধ্বংসস্তুপ থেকে তিনজনকে উদ্ধার করেছি।