নয়াদিল্লি, ১৩ মে : সমস্ত দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে আরও বেশি সংখ্যায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ইংরেজি, হিন্দি ছাড়াও বাংলা, তেলুগু, ওড়িয়া ভাষায় পোস্ট করেন মোদী।
পোস্টে লেখেন, "আমি নিশ্চিত মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ ও মহিলা ভোটদাতারাই ভোটের এই স্ফীতি ঘটাবেন। আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি।"