Country

1 year ago

Amit Arora : দিল্লির আবগারি নীতি মামলা : ব্যবসায়ী অমিত অরোরাকে গ্রেফতার করল ইডি

ED arrests businessman Amit Arora
ED arrests businessman Amit Arora

 

নয়াদিল্লি, ৩০ নভেম্বর : দিল্লি সরকারের আবগারি নীতি মামলায় আরও একজন ব্যবসায়ীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার আর্থিক অনিয়মের অভিযোগে ব্যবসায়ী অমিত আরোরাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে বুধবার জানা গিয়েছে, ধৃত ব্যবসায়ী গুরুগ্রামের বাডি রিটেল প্রাইভেট লিমিটেডের পরিচালক। এই মামলায় ইডির হাতে এটি ষষ্ঠ গ্রেফতার। অরোরাকে মঙ্গলবার রাতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ফৌজদারি ধারায় গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, এই মামলায় সম্প্রতি দাখিল করা একটি চার্জশিটে সিবিআই দাবি করেছে, অমিত অরোরা, অন্য দুই অভিযুক্ত, দিনেশ অরোরা এবং অর্জুন পান্ডে, দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার "ঘনিষ্ঠ সহযোগী" হিসেবে পরিচিত। ইডিও গত সপ্তাহে এই মামলায় নিজেদের প্রথম চার্জশিট (প্রসিকিউশন অভিযোগ) দাখিল করেছে, তাতে ধৃত ব্যবসায়ী সমীর মাহান্দ্রু এবং আরও কয়েকটি সংস্থার নাম উল্লেখ রয়েছে।


You might also like!