Country

2 weeks ago

Sakshi Malik:লোকসভা নির্বাচনে ব্রিজ ভূষণের ছেলের হতাশ সাক্ষী

Disappointed witness of Brij Bhushan's son in Lok Sabha elections
Disappointed witness of Brij Bhushan's son in Lok Sabha elections

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিতর্কিত নেতা ব্রিজভূষণ শরণ সিংকে টিকিট দিল না বিজেপি।অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিকের কথায়, বিজেপির এই সিদ্ধান্তে হেরে গেলেন দেশের মেয়েরা। জয় হল হেনস্তাকারী ব্রিজভূষণের। উল্লেখ্য, উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের পুত্র করণভূষণ সিংকে প্রার্থী করেছে বিজেপি।

প্রভাবশালী জাঠ নেতা, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণকেই (Brij Bhushan Sharan Singh) টিকিট দিতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে যৌন হেনস্তায় অভিযুক্ত নেতাকে টিকিট দেওয়া নিয়ে সংশয় ছিল দলের অন্দরেই। আদালতের দ্বারস্থ হয়েও যৌন হেনস্তার অভিযোগে নির্দোষ প্রমাণিত হতে পারেননি ব্রিজভূষণ। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) প্রার্থী করা হয়েছে তাঁর ছেলেকে। তবে এই সিদ্ধান্তে খুশি ব্রিজভূষণ। ছেলের মনোনয়ন পাওয়া প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ”দল আমাদের চেয়ে বড়। এই সিদ্ধান্তে আমি খুশি।”

সম্প্রতি টিকিট না পেয়ে ‘অস্থির’ ব্রিজভূষণ মিডিয়াকে দুষেছিলেন। সরাসরি সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলে তিনি বলেছিলেন, ”আপনাদের অত ভাবতে হবে না। আমার প্রার্থী হওয়ার ঘোষণা হতে দেরি হচ্ছে কেবল আপনাদের জন্য।” অন্যদিকে, এমন প্রভাবশালী নেতাকে উপেক্ষা করা কঠিন ছিল বিজেপির পক্ষে। তাই শেষপর্যন্ত তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য হয়ে যেতেই তাঁর ছেলেকে প্রার্থী করল দল।

এবার বিজেপির প্রার্থী নিয়ে মুখ খুললেন সাক্ষী (Sakshee Malikkh)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দেশের মেয়েরা হেরে গেলেন। জয় হল ব্রিজভূষণের। আমাদের কেরিয়ার প্রশ্নের মুখে ফেলে দিনের পর দিন রাস্তায় শুয়ে থেকেছি। কিন্তু এখনও ব্রিজভূষণ গ্রেপ্তার হলেন না। আমরা তো কিছুই চাইনি। শুধু বিচারের আশা করেছিলাম।” সাক্ষীর প্রশ্ন, রামের নামে তো বিজেপি ভোট চায়। তাহলে রামের আদর্শ মানতে সমস্যা কেন?


You might also like!