Country

1 year ago

Dalit woman raped in UP : উত্তর প্রদেশে দলিত মহিলাকে ধর্ষণ করে টুকরো টুকরো করা হল দেহ

Dalit woman raped in UP (Symbolic Picture)
Dalit woman raped in UP (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভয়ানক তো বটেই লজ্জার !এক দলিত মহিলাকে ধর্ষণের পর খুন করে তাঁর দেহ কেটে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায়।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রাজকুমার শুক্লা। এই ঘটনায় রাজকুমারের সঙ্গে আরও দু’জন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক তিন জনেই। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

শুক্লার একটি আটাকল রয়েছে। সেই আটাকল পরিষ্কারের কাজ করতেন মহিলা। মঙ্গলবার তিনি সেখানে কাজ করতে গিয়েছিলেন। মহিলার কন্যার দাবি, তিনি যখন শুক্লের আটাকলে পৌঁছন, তখন একটি ঘরের ভিতর থেকে মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পান। সেই আওয়াজ শুনে ঘরের দিকে ছুটে গিয়েছিলেন। কিন্তু ঘরের দরজা বন্ধ ছিল। দরজা খুলতেই দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর। মায়ের দেহ টুকরো টুকরো করে কাটা।

এই দৃশ্য দেখে মহিলার কন্যা চিৎকার করে আশপাশের লোকজন জড়ো করেন। স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মহিলাকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল। এই ঘটনায় রাজকুমার এবং তাঁর দুই ভাই বাউয়া এবং রামকৃষ্ণের বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) তিনি লেখেন, “বান্দায় এক দলিত মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। উত্তরপ্রদেশের মহিলারা আতঙ্কিত এবং একই সঙ্গে তাঁদের মধ্যে ক্ষোভও বাড়ছে।” তিনি আরো বলেন, “বিজেপি সরকারের উপর সম্পূর্ণ আস্থা হারিয়েছেন উত্তরপ্রদেশের মহিলারা। এই সরকারের কাছ থেকে কোনও কিছু আশা করাই অর্থহীন।”

সর্বভারতীয় তৃণমূলের তরফে এক্স (সাবেক টুইটার) করে দলিত মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনার নিন্দা করা হয়েছে। এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, “বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ধর্ষণকারীদের আঁতুড়ঘর হয়ে উঠেছে। বিজেপিশাসিত রাজ্যগুলিতে মহিলাদের প্রতি অত্যাচার রোজকার ঘটনা হয়ে গিয়েছে।”

You might also like!