Country

3 months ago

Ranchi: রাঁচিতে প্রবল বৃষ্টিতে ব্যাহত দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ, চিন্তায় উদ্যোক্তারা

Durga Puja mandap disrupted by heavy rains in Ranchi
Durga Puja mandap disrupted by heavy rains in Ranchi

 

রাঁচি, ১৭ সেপ্টেম্বর : দুর্গা পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এদিকে ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির জেরে থমকে গেছে রাঁচিতে দুর্গাপূজার মণ্ডপ তৈরির কাজ।

উল্লেখ্য, রাঁচিতে ১৩০টিরও বেশি দুর্গাপূজার মণ্ডপ তৈরি হয়। তার মধ্যে প্রায় ২০টি বড় পুজো হয়। দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন পুজো দেখতে। কিন্তু রাঁচিতে বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে মণ্ডপ তৈরির কাজ। ফলে চিন্তায় পড়েছেন দুর্গাপুজোর উদ্যোক্তারা। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সময়ের মধ্যে কাজ শেষ করার আপ্রাণ চেষ্টা করছেন কারিগররা।

You might also like!