Country

1 year ago

Mallikarjun Kharge : বিদ্বেষের বীজ বপন করা শাসক শক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের কর্তব্য : মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : বিদ্বেষের বীজ বপন করা শাসক শক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের কর্তব্য। কংগ্রেস স্টিয়ারিং কমিটির বৈঠকে বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, 'বিদ্বেষের বীজ বপনকারী' শাসক শক্তির বিরুদ্ধে লড়াই করাই আমাদের প্রধান কর্তব্য। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা সম্পর্কে তিনি বলেছেন, "রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা নতুন ইতিহাস রচনা করছে, এটি জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে।"

রবিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বৈঠকে বসে কংগ্রেস স্টিয়ারিং কমিটি। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন দলের সভাপতি সোনিয়া গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কেসি বেণুগোপাল, পি চিদম্বরম এবং দলের অন্যান্য নেতারা। কংগ্রেস স্টিয়ারিং কমিটির বৈঠকে দলের উপরে থেকে নীচ পর্যন্ত সাংগঠনিক জবাবদিহিতার উপর জোর দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুন খাড়গে এদিন বলেছেন, "আমি বিশ্বাস করি দল এবং দেশের প্রতি আমাদের দায়িত্বের সবচেয়ে বড় অংশ হল-উপর থেকে নীচ পর্যন্ত সাংগঠনিক জবাবদিহিতা। যদি কংগ্রেস সংগঠন শক্তিশালী ও দায়বদ্ধ হয় এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে, তবেই আমরা নির্বাচন জিততে পারব এবং দেশের মানুষের সেবা করতে পারব।"


You might also like!