শিমলা, ১ আগস্ট : প্রবল বৃষ্টিপাতের মধ্যেই মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশের শিমলা জেলার রামপুর এলাকা। বুধবার রাতে রামপুর এলাকার ঝাকরির সমেজ খুদে মেঘভাঙা বৃষ্টিতে তলিয়ে গিয়েছেন ৩৬ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দু'টি দেহ উদ্ধার হয়েছে, খোঁজ পাওয়া যায়নি ৩৬ জনকে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে, হিমাচল প্রদেশের মান্ডি জেলাতেও ভূমিধসের ঘটনা ঘটেছে। মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন বলেছেন, মান্ডির পাধার মহকুমার থালতুখোদে মেঘভাঙা বৃষ্টিতে একজনের মৃত্যু হয়েছে, ৯ জন নিখোঁজ। ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে রওনা হয়েছে জেলা প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম।