Country

19 hours ago

Goa Chief Minister Pramod Sawant:গোয়ায় একতা দৌড়ের আয়োজন, কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী সাওয়ান্ত

Goa Chief Minister Pramod Sawant
Goa Chief Minister Pramod Sawant

 

সাঁখালি, ৩০ অক্টোবর : রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত একতা দৌড় কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে একতার দৌড়ে ছোটেন মুখ্যমন্ত্রী সাওয়ান্ত। বুধবার গোয়ার সাঁখালিতে একতা দৌড় কর্মসূচির আয়োজন করা হয়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, "রান ফর ইউনিটি কর্মসূচির আয়োজন করা হয়েছে...আমরা প্রতিটি ব্লকে এই কর্মসূচির আয়োজন করেছি। আমি সাঁখালিতে শিশুদের নিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলাম এবং মানুষের প্রতিক্রিয়া খুবই ভালো। একতা দৌড় দেশের ঐক্যের জন্য।"

You might also like!