Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 year ago

Rain is forecast in Kashmir:উত্তর ও মধ্য কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস, উঁচু পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনা

Rain is forecast in  Kashmir
Rain is forecast in Kashmir

 

শ্রীনগর, ৩০ অক্টোবর : শীত এখনও জাঁকিয়ে বসেনি, এরই মধ্যে তুষারপাত প্রত্যক্ষ করেছে কাশ্মীর উপত্যকা। আগামী ৪৮ ঘণ্টা উত্তর ও মধ্য কাশ্মীরের হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে, এই সময়ে উত্তর ও মধ্য কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাস শেষ হতে চললো, এখনও উষ্ণতম রাত অনুভব করছেন শ্রীনগর-সহ উপত্যকার অন্যান্য জেলার বাসিন্দারা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরেই রয়েছে। কাশ্মীরে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে, তা আপাতত অজানা।

You might also like!