Country

23 hours ago

Rain is forecast in Kashmir:উত্তর ও মধ্য কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাস, উঁচু পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনা

Rain is forecast in  Kashmir
Rain is forecast in Kashmir

 

শ্রীনগর, ৩০ অক্টোবর : শীত এখনও জাঁকিয়ে বসেনি, এরই মধ্যে তুষারপাত প্রত্যক্ষ করেছে কাশ্মীর উপত্যকা। আগামী ৪৮ ঘণ্টা উত্তর ও মধ্য কাশ্মীরের হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে, এই সময়ে উত্তর ও মধ্য কাশ্মীরের উঁচু পাহাড়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাস শেষ হতে চললো, এখনও উষ্ণতম রাত অনুভব করছেন শ্রীনগর-সহ উপত্যকার অন্যান্য জেলার বাসিন্দারা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরেই রয়েছে। কাশ্মীরে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে, তা আপাতত অজানা।

You might also like!