দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজোর ঠিক পরেই প্রতি বছরের মতো এ বছরও ডেঙ্গি বেড়েই চলেছে। বহুদিন আগের থেকে প্রস্তুতি নেওয়ার পরেই কিছুতেই ডেঙ্গিকে নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। আরজি কর কাণ্ড নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। সেই মুহূর্তে রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে। যদিও গতবারের মতো এবার ভয়াবহ আকার ধারণ করেনি ডেঙ্গি। তবে এবার বর্ষা দেরিতে এসেছে, বিদায়ও নিয়েছে দেরিতে এই অবস্থায় আরও কয়েক সপ্তাহ ডেঙ্গি বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
পরিসংখ্যান বলছে, কলকাতা এবং পার্শ্ববর্তী পাঁচ জেলা প্রতি বছর ডেঙ্গি আক্রান্তের নিরিখে প্রথম পাঁচের মধ্যে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার ডেঙ্গিতে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমানে যে সংখ্যক রোগী ডেঙ্গি আক্রান্ত তার মধ্যে চার ভাগের একভাগ রোগী হলেন মুর্শিদাবাদের, অর্থাৎ শুধু এই জেলাতেই সাড়ে তিন হাজারের কাছাকাছি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এছাড়াও, ডেঙ্গি আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা এবং তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। অন্য দুটি হল কলকাতা ও হুগলি জেলা। অর্থাৎ এবারের ট্রেন্ড বলছে কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। গ্রামীণ অঞ্চলে ডেঙ্গির এই বিস্তার নিয়ে চিন্তিত স্বাস্থ্য দপ্তর।