Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Country

11 months ago

Petrol-Diesel Price Rate: দিপাবলিতে কমছে পেট্রোল-ডিজেলের দাম! কত হল জানেন?

Petrol-Diesel Price Rate
Petrol-Diesel Price Rate

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দিপাবলি মানেই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব। সাথে খুশিতে মেতে উঠতে আলোর রসনায়। এবার সেই আলোর উৎসবেই কমছে জ্বালানি তেলের দাম।

পেট্রোল ডিজেলের দাম কমা নিয়ে কমানোর বিষয়ে এক বিরাট আশার কথা শোনলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে পেট্রোলের দাম ৫ টাকা এবং ডিজেলের দাম ২ টাকা কমতে পারে।

গত মঙ্গলবার সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, 'তেল উৎপাদক সংস্থাগুলির পেট্রোল পাম্প ডিলারদের ডিলার কমিশন দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত! সাত বছর ধরে যে দাবি চলে আসছে, তা অবশেষে পূরণ হয়েছে। এখন গ্রাহকরা আরও ভাল পরিষেবা পাবেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়বে না। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত গ্রাহকদের সুবিধার্থে আন্তঃরাজ্য মাল পরিবহনকে যুক্তিযুক্ত করার জন্য তেল সংস্থাগুলি আন্তঃরাজ্য ফ্রেট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম কমবে।'

কিন্তু প্রশ্ন হল জ্বালানি সংস্থার রেশনলাইজেশনে সিদ্ধান্তে পেট্রোল-ডিজেলের দাম কীভাবে কমবে? এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি, ওড়িশার মলকানগিরির কুনানপল্লী এবং কালিমেলায়, পেট্রোলের দাম যথাক্রমে ৪.৬৯ টাকা এবং ৪.৫৫ টাকা কমছে। একইভাবে রেশনলাইজেশনের ফলেই ডিজেলের দামেও এসেছে বদল। একই জায়গায় ডিজেলের দাম কমেছে যথাক্রমে ৪.৪৫ টাকা ও ৪.৩২ টাকা। এছাড়াও ছত্তিশগড়ের সুকমায় পেট্রোলের দাম ২.০৯ টাকা এবং ডিজেলের দাম ২.০২ টাকা কমবে।

You might also like!