Country

3 hours ago

K. C. Venugopal: দেশে আজকাল ধর্মীয় স্বাধীনতা নেই, কে সি বেণুগোপাল

K. C. Venugopal
K. C. Venugopal

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : সংখ্যালঘু অধিকার দিবসে বিজেপির সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। তাঁর অভিযোগ, দেশে আজকাল ধর্মীয় স্বাধীনতা নেই। বিরোধী দলের সাংসদরা বৃহস্পতিবার সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করেন এবং সংসদ প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন।

কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, "আমরা স্পষ্টতই সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধ করার দাবি জানাচ্ছি। যখনই নির্বাচন আসে, কেরলের বিজেপি নেতারা কেক নিয়ে খ্রিস্টান নেতৃত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু ছত্তিশগড়ে কী ঘটেছে? মধ্যপ্রদেশে? ওড়িশায়? রাজস্থানে? এখন তিরুবনন্তপুরমে? সম্পূর্ণ নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। গতকাল, তিরুবনন্তপুরমে কী ঘটেছে? এই দেশের ভাগ্য কী? সর্বত্র, তারা খ্রিস্টান এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে। তাঁরা গির্জা, পুরোহিত, সন্ন্যাসিনী আক্রমণ করছে। আজকাল এই দেশে কোনও ধর্মীয় স্বাধীনতা নেই। এই সমস্ত কার্যকলাপে পুলিশ সহায়তায় করা হচ্ছে। তাই, আমরা কেরলের সমগ্র ইউডিএফ সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি।"

You might also like!