Breaking News

 

Country

1 year ago

Amit shah:রবিবার একাধিক কর্মসূচী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সব ঠিক থাকলে রবিবার পশ্চিমবঙ্গে একাধিক কর্মসূচী রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ২৭ অক্টোবর সকাল ১১টায় তাঁর পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (ইজেডসিসি) তাঁর সাংগঠনিক বৈঠক। তার পরেই কল্যাণী, আরামবাগে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

সূত্র মারফৎ খবর, রবিবার কলকাতায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। কল্যাণীতে বাংলাদেশ সীমান্ত এলাকায় যাবেন অমিত শাহ। তারপর আরামবাগের সমবায় মন্ত্রকের একটি অনুষ্ঠানে যাবেন অমিত শাহ। সূত্র মারফৎ খবর, শনিবার রাতে কিংবা রবিবার সকালে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।তবে, দুর্যোগপূর্ণ বিশেষ পরিস্থিতিতে তাঁর সূচীর পরিবর্তন হতে পারে।

বুধবার রাতে কলকাতায় আসার কথা ছিল অমিত শাহের ৷ নিউটনের পাঁচতারা হোটেলে রাত্রি বাস করার পর পরের দিন বৃহস্পতিবার দুটি সরকারি অনুষ্ঠান এবং শেষে সল্টলেকের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা ছিল। ‌কিন্তু বিজেপি সূত্রের খবর, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই আগামী বুধবার বঙ্গ সফর বাতিল করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ‌

You might also like!