Country

23 hours ago

Fire at Lotus Grandeur banquet hall in Noida:নয়ডায় লোটাস গ্র্যান্ডিউর ব্যাঙ্কুয়েট হলে আগুন, মৃত্যু এক ইলেকট্রিশিয়ানের

Fire at Lotus Grandeur banquet hall in Noida
Fire at Lotus Grandeur banquet hall in Noida

 

নয়ডা, ৩০ অক্টোবর : উত্তর প্রদেশের নয়ডায় আগুন লাগল লোটাস গ্র্যান্ডিউর ব্যাঙ্কুয়েট হলে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক ইলেকট্রিশিয়ানের। বুধবার ভোররাতে নয়ডার সেক্টর ৭৪ এলাকায় অবস্থিত লোটাস গ্র্যান্ডিউর ব্যাঙ্কুয়েট হলে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

নয়ডার ডিসিপি রাম বদন সিং বলেছেন, "বুধবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ আমরা খবর পাই, নয়ডার সেক্টর ৭৪-এর লোটাস গ্র্যান্ডিউর ব্যাঙ্কুয়েট হলে আগুন লেগেছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণেও আনা হয়েছে। পারমিন্দর নামে একজন ইলেকট্রিশিয়ান আগুনে প্রাণ হারিয়েছেন।

You might also like!