নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি জানান, শিশুরা দেশের ভবিষ্যত এবং শিক্ষকরা হলেন সেই ভবিষ্যৎ গঠনের কারিগর। পড়ুয়াদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ জাগ্রত করা শিক্ষকদের কর্তব্য। আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা পড়াশোনার মানোন্নয়নে সাহায্য করতে পারেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, শিক্ষক দিবস হল এমন একটি উপলক্ষ্য, যেখানে শিশু ও কিশোর মন তাদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারেন। তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।