কলকাতা, ১৪ সেপ্টেম্বর: হিন্দি দিবস পালিত হচ্ছে দেশজুড়ে। এ রাজ্যে ও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য সরকারের পালন করা হচ্ছে। বেসরকারি স্তরে অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, সকলকে হার্দিক শুভকামনা। সব ভাষাকে তিনি সম্মান করেন।
২০১১ সালের পর থেকে হিন্দি ভাষাভাষীদের অগ্রগতির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মূলত, এই কারণেই হিন্দি আকাদেমি স্থাপন করেছেন। হিন্দি ভাষা পড়াশোনার জন্য বিদ্যালয় ও গড়ে তোলা হয়েছে। এবং বেশ কিছু কলেজ ও সেইসঙ্গে হিন্দি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে বর্তমান সরকার। প্রসঙ্গতঃ এই হিন্দি ভাষার ভূমিকা ও তাৎপর্য রয়েছে। জাতীয় সংহতি রক্ষায়ও হিন্দি ভাষার লালনপালনে অবদান অনস্বীকার্য। প্রতি বছরের মতো এ বছরও তা বিশেষ এই দিনটিতে স্মরণ করা হচ্ছে। ভারতের সরকারি ভাষা হিন্দি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়। এ পর্যন্ত হিন্দি সহ ২২টি ভাষার জাতীয় স্বীকৃতি রয়েছে। এর মধ্যেই আবার ১৯,৫০০ উপ ভাষা রয়েছে।