দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির জেরে বহু রাস্তায় ধস নেমেছে। তড়িঘড়ি সেইসব রাস্তা সারাইয়ের কথা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বৃষ্টি থামলে রাজ্যের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মেরামতের জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রামীণ এলাকায় ও শহরাঞ্চলে দ্রুততার সঙ্গে রাস্তা মেরামতের কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বৃষ্টির কারণে যেখানেই রাস্তায় ধস নেমেছে, সেখানেই অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হবে।